হাড়োয়া আই সি ডি এস প্রজেক্ট -এ বকজুরি গ্রাম পঞ্চায়েতের অধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সোমবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সাড়ম্বরে পালিত হলো শিশুদের ফেয়ারওয়েল অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশুদের নাচ গান ছড়া ও খেলাধুলার প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী, সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন আই সি ডি এস সি ডি পি ও এস ডি পি, সুপারভাইজার, অঙ্গনারী কর্মী,অভিভাবক