নলহাটি ১: ইস্টার্ন রেলওয়ে Chief Commercial Manager পরিবারসহ নলহাটির নলাটেশ্বরী মন্দির পুজো দিতে উপস্থিত
আজ বৃহস্পতিবার ১২ ই জুন বেলা সাড়ে বারোটা নাগাদ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে পরিবারসহ উপস্থিত হলেন পুজো দিতে। এদিন নলহাটি নাগরিক মঞ্চের একাধিক সদস্য এবং নলহাটি র ব্যবসায়িক সমিতির সভাপতি এবং সহ-সভাপতি সহ সদস্যগণ দেখা করলেন ইস্টার্ন রেলওয়ে চিপ কমার্শিয়াল ম্যানেজার কে এবং আবেদন করলেন নলহাটি বাসীদের স্বার্থে দু একটি ট্রেনের। বিস্তারিত শুনবো নলহাটি নাগরিক মঞ্চের সদস্যদের মুখ থেকে।