বাঘমুণ্ডী: গ্রামীন হাটের সূচনা বাঘমুন্ডির রেরেংটাড় গ্রামে
গ্রামীন হাটের সূচনা বাঘমুন্ডির রেরেংটাড় গ্রামে সোমবার গ্রামীন হাটের সূচনা হলো বাঘমুন্ডির রেরেংটাড় শ্রীশ্রী গোপাল জিউ আশ্রম প্রাঙ্গণে। রেরেংটাড় ষোলআনা কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় হাটে আগত সমস্ত ব্যবসায়ী দোকানদার ও বিশিষ্টজনদের গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। সাথেই তাদের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ কমিটির সদস্যরা জানান এর আগে দুয়ারসিনি এলাকায় হাট বসত কিন্তু কিছু কারণবশত সেখান থেকে স্থানান্তরিত হয়