নবদ্বীপ: পোড়াঘাট ভজনাশ্রমে অসংখ্য অসহায় বৃদ্ধাদের মিষ্টি মুখ করিয়ে বিজয়ার প্রণাম সারলেন নবদ্বীপের বিধায়ক
শুক্রবার পোড়াঘাট ভজনাশ্রমে প্রায় ৮ শতাধিকেরও বেশি অসহায় বৃদ্ধাদের হাতে কয়েক রকম মিষ্টি,নতুন শাড়ি ও নগদ ১০০ টাকা তুলে বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা,বিধায়কের কাছ থেকে এহেন সম্মান পেয়ে যার পরনাই খুশি সমাজের সবথেকে ব্রাত্য ও অসহায় বৃদ্ধারা,প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বহু বৃদ্ধা,যাদের সাত কুলে কেউ নেই,যারা জীবনযাপন করেন ভিক্ষাবৃত্তি কিংবা ভজন আশ্রমে হরিনাম সংকীর্তনের মাধ্যমে,বিধায়ক জানান,অসহায় বৃদ্ধাদের মুখে একটু হাঁসি ফুটিয়ে তোলাই লক্ষ্য।