জামুরিয়া: অস্থায়ী দোকান নিয়ে জামুরিয়া নিংঘা বাজারে বিশৃঙ্খলা, তোলাবাজির অভিযোগে তৃনমুল নেতার বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার
অস্থায়ী দোকান নিয়ে জামুরিয়া নিংঘা বাজারে বিশৃঙ্খলা, তোলাবাজির অভিযোগে তৃনমুল নেতার বিরুদ্ধে। জামুরিয়া অন্তর্গত থানার শ্রীপুর ফাড়ি এলাকার নিংঘা বাজারে অস্থায়ী দোকান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের সময়। স্থানীয় মহিলা অনিতা মিশ্র অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতার তোলাবাজির বিরুদ্ধে । অন্যদিকে বিজেপি জামুরিয়ার মুখপাত্র প্রমোদ পাঠক বলেন তৃণমূল রাজ্যে সব জায়গাতেই তোলাবাজি কাঠমানি অভিযোগ রয়েছে।