বৃহস্পতিবার বড়দিনে ছিলো বছরের শীতলতম দিন, আগুন পুহিয়ে তপ্ত হলো মাজদিয়াবাসী, বৃহস্পতিবার বড়দিন আর এইদিনে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যায় যার ফলে নদীয়ার মাজদিয়ায় প্রবল শীত পড়ে আর এর ফলে মাজদিয়ার বাসিন্দারা সন্ধ্যে হতে না হতেই যত্রতত্র আগুন জ্বালিয়ে নিজেদেরকে তপ্ত করে নিচ্ছেন আর বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।