ফালাকাটা: শনিবার দর্শনার্থীদের গাছের চারা বিলি করল ফালাকাটার অরবিন্দপাড়া পুজো কমিটি
এবছর ফালাকাটার অরবিন্দপাড়া সর্বজনীন দুর্গোৎসবের ৪৪ তম বর্ষ। থিম “নবাঙ্কুর”। থিমের মূল ভাবনা—নতুন প্রজন্মের শক্তি, নতুন সূচনা, প্রকৃতির নবজাগরণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক। পুরোনো জীর্ণতা ভেঙে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নতির নতুন দিগন্ত উন্মোচনই এর বার্তা, শনিবার জানান পুজোর আয়োজকরা। প্রতিমা ও মন্ডপজুড়ে অঙ্কুর, কুঁড়ি, পল্লব, ফুল ফোটা ইত্যাদি উপাদানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে থিম। ৫০০০ চারাগাছের পরিবেশে মা দুর্গা বনদেবীর রূপে, আর বৃক্ষনিধনকারীদ