খোয়াই: রীতিনীতি মানে এবছর ঐতিহ্যবাহী এনপিসি পাড়ার ক্লাবের প্রতিমা নিরঞ্জন
Khowai, Khowai | Oct 3, 2025 রীতিনীতি মানে এবছর ঐতিহ্যবাহী এনপিসি পাড়ার ক্লাবের প্রতিমা নিরঞ্জন এদিন বিকাল চারটা নাগাদ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এন পি সি পাড়ার প্রতিমা নিরঞ্জনের লক্ষ্যে এক শুভাযাত্রার আয়োজন করা হয়। যাকে কেন্দ্র করে এলাকাবাসী সহ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।