দলের কর্মীর বিপদে পাশে দাঁড়ালেন বিধায়ক।কাশিপুর বিধানসভার মন্ডল ৫ এর বহু পুরনো দিনের কার্যকর্তা বদন মাঝির পরিবারে পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাকান্ত হাঁসদা। জানা যায়,বিজেপি নেতা বদন মাঝির মা দিন কয়েক আগে মারা যান।অসহায় হয়ে পড়ে ছিলেন বদন বাবু।বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার সময় বদন মাঝির পরিবারে গিয়ে দেখা করেন এবং সব রকম ভাবে সাহায্য করা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক কমলাকান্ত হাঁসদা। সাথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা অজিত সিং সর্দার,বিজেপি নেত্রী গ