তমলুক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে স্বাস্থ্য কর্মীকে ধর্ষণের প্রতিবাদে পাঁশকুড়াতে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিল SUCI(C)
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া তে সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য কর্মীকে ধর্ষণের প্রতিবাদে বারো ঘন্টার পাশ করা ব্লক ধর্মগরের সমর্থনে মিছিল করল কমিউনিস্ট দল গত রবিবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করা হয় বলে ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে |সেই অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেফতার করে পুলিশ |এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে ১২ ঘন্টার পাঁশকুড়া ব্লক ধর্মঘটের সমর্থনে মিছিল করলো এসইউসিআই কমিউনিস্ট দল |