সাঁকরাইল: ঝাড়গ্রাম জেলার শিক্ষক মহলে নতুন অধ্যায়ের সূচনা! জেলার শিক্ষক সংগঠনে এল বড় রদবদল
শনিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার শিক্ষক মহলে নতুন অধ্যায়ের সূচনা। জেলার শিক্ষক সংগঠনে এল বড় রদবদল। মাধ্যমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক পদে নিযুক্ত হলেন ঝাড়গ্রাম জেলারই বিশিষ্ট শিক্ষক নেতা সুখেন্দু করণ। পাশাপাশি প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি পদে দায়িত্ব পেলেন জেলারই আরেক জনপ্রিয় শিক্ষক মণিকাঞ্চন পাত্র। জেলা জুড়ে দুই শিক্ষক নেতার এই সাফল্যে সহকর্মী মহলে আনন্দ ও গর্বের আবহ।