ইন্দপুর: “হস্তশিল্পে মা দুর্গা” থিমে নজর কাড়ছে ইন্দপুরের নবারুণ সঙ্ঘ; নবান্ন থেকে ভার্চুয়ালি শুভ সূচনা মুখ্যমন্ত্রীর
Indpur, Bankura | Sep 23, 2025 ইন্দপুরের অন্যতম ঐতিহ্যবাহী বাংলা নবারুণ সঙ্ঘের দুর্গাপুজোর উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায়। নবান্ন থেকে ভার্চুয়ালি শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার এসডিও শুভম মোর্য, এসডিপিও অভিষেক যাদব, ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, সমাজকর্মী রেজাউল খান সহ ক্লাবের কর্তা ব্যক্তিরা। প্রতি বছরের মতো এবারও থিমের চমক— “হস্তশিল্পে মা দুর্গা”। পল্লীশিল্প ও কারুশিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্যান্ডেল।