খড়গ্রাম: ঘাস কাটতে গিয়ে সাপে কামড়, হাসপতালে প্রাণ হারালেন কলগ্রামের চাষি
বাড়ির গবাদী পশুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল এক চাষির। এই ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রাম থানার কলগ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিমল কোনাই(৫০)। শুক্রবার বিকেল ৪টে নাগাদ মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার সকালে ওই পৌঢ়া মাঠে গবাদী পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় মাঠে একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। হাসপাতালে মৃত্যু হয় ওই পৌঢ়ার।