আড়শা: আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পুনরায় দায়িত্বে বিদ্যাদর।
Arsha, Purulia | Sep 25, 2025 বৃহস্পতিবার আড়ষা ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যুবক, মহিলা শাখা সংগঠনের ব্লক সভাপতি সহ-সভাপতিদের নামের তালিকা প্রকাশিত। পুনরায় আড়শা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্বে বিদ্যাধর মাহাত। পরিবর্তন করা হয়েছে যুব ও শ্রমিক সংগঠনেরের ব্লক সভাপতি এর। পরিবর্তন হয়নি পুরনো উপর ভরসা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রপাত অনুযায়ী।