করিমগঞ্জ: নিলামবাজার ন্যাশনাল একাডেমির ক্যাম্পাসে এক মেঘা স্বাস্থ্য মেলা আয়োজন,উপস্থিত শ্রীভূমির জেলাশাসক
নিলামবাজার ন্যাশনাল একাডেমির ক্যাম্পাসে মেঘা স্বাস্থ্য মেলা আয়োজন,উপস্থিত শ্রীভূমির জেলাশাসক। শনিবার শ্রীভূমি জেলার দঃ কঃ বিধানসভার সমষ্টির অন্তর্গত নিলাম বাজার ন্যাশনাল একাডেমির ক্যাম্পাসে এর মেঘা স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। এতে উপস্থিত হলেন শ্রীভূমি জেলাশাসক প্রদীপ কুমার দাশ। এতে হাজার হাজার মানুষ এই চিকিৎসা সুবিধা নিতে আসেন। এতে জেলাশাসক জানান,মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে সব LAC-তে সেবা সপ্তাহের অন্তর্গত এক মেঘা স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে।