ক্যানিং ১: হেডলাইট বিহীন মোটরবাইক নিয়ে সজোরে ধাক্কা অন্য বাইকে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় জখম ২ কিশোর
হাসপাতাল বোর্ড এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর যখন দুই কিশোর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। হেডলাইট ছাড়া একটি মোটর বাইক সজোরে ধাক্কা মারে অন্য একটি মোটরবাইকে। আহতদেরকে ক্যানিং মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়েছে। মোটর বাইক কি আটক করেছে ক্যানিং থানা পুলিশ শুরু হয়েছে তদন্ত।