ময়ূরেশ্বর ১: বাইতুল্লাহ খু*নে মেন অভিযুক্তকে জেরা করে আরো মিলল প্রচুর পরিমাণে বা*রুদ সহ বো*মা, বো*মা নিষ্ক্রিয় হলো বিশিয়াতে
তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ খুনে মূল অভিযুক্ত সাগর শেখকে জেরা করে বিসিয়া থেকে মিলল প্রচুর পরিমাণে বারুদ সহ তাজা বোমা। উল্লেখ্য গত ১৯ জুলাই রাতে বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বায়তুলহ শেখ। ঠিক তারপর সে যখন বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই দুষ্কৃতীরা চড়াও হয় তার ওপর, বায়তুল্লাহকে লক্ষ্য করে ছোরা হয় বোমা। বোমের আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতার।