তৃণমূলের হাড়োয়া ২ নম্বর সাংগঠনিক ব্লকের অন্তর্গত গোয়ালপোতা ৩০ নম্বর বুথে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজন করা হয় 'উন্নয়নের পাঁচালী' কর্মসূচির। রাজ্যের তৃণমূল সরকারের গৌরব উজ্বল ১৫ বছরের উন্নয়ন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন উপস্থিত মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত সবার হাতে তুলে দেওয়া হয় রিপোর্ট কার্ড। মহিলারা সরকারি কি কি সুবিধা পেয়েছেন এবং যারা পাননি তাদের কথা শোনা হয় কর্মসূচি থেকে।