আলিপুরদুয়ার ১: দুর্গাপূজার পুজার আগেই আলিপুরদুয়ার জেলা শহরে ধামাকা পৌরসভার
পুজোর আগেই শহরে বিভিন্ন রাস্তা সংস্কার করার কাজ শুরু হয়েছে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।সঠিকভাবে কাজ হচ্ছে কিনা তাই দেখতে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যানের পাশাপাশি কাউন্সিলর এবং সরকারি আধিকারিকরা আজ পরিদর্শন করলেন।দুর্গাপূজায় আলিপুরদুয়ার জেলা শহর জনজোয়ারে ভাসে প্রতিমা দর্শনের জন্য তাই দর্শকদের কোনরকম যেন অসুবিধা না হয় তাই রাস্তা সংস্কার করা খুব জরুরী দরকার বললেন পৌরপতি।