অটল বিহারী বাজপেয়ী জীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বলরামপুর মন্ডল 1 এর বিজেপি কার্যালয়ে জন্মদিবস পালন করা হল। উপস্তিত ছিলেন মণ্ডল সভাপতি বিশাল দুবে , জেলা বিজেপির সদস্য তড়িৎ কুমার মাহাত সহ সমস্ত নেতা কর্মীরা। চিত্র এদিন দুপুর একটা নাগাদের ।
পুরুলিয়া ১: অটল বিহারী বাজপেয়ীর ১০১ জন্মজয়ন্তী পালন করল মন্ডল ১এর বিজেপি তাদের কার্যালয়ে - Purulia 1 News