২৬ এর বিধানসভা নির্বাচনের আগে চোপড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শুক্রবার বিকালে এমনই ছবি ধরা পরল চোপড়া বিধানসভার অন্তর্গত চোপড়া অঞ্চলের 193 নম্বর মুখদুমি বুথে, আজ এই মুখদুমি বুথে ছিল তৃণমূলের উন্নয়নের পাঁচালী কর্মসূচি, যেখানে যোগ দিয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তবে আজকের এই কর্মসূচির চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা, দেখা গেল একই বুথে ১০০ মিটার দূরত্বে তৃণমূলেরই আলাদা আলাদা কর্মসূচি, তৃণমূলেরই এক দলের অভিযোগ সরাসরি ওই এলাকার গ্রাম পঞ্চায়েত