বাঘমুণ্ডী: করেং এলাকায় বিশালিকৃতির গোখরো উদ্ধার করল বনকর্মীরা
করেং এলাকায় বিশালিকৃতির গোখরো উদ্ধার করল বনকর্মীরা। শনিবার বিকেল চারটা নাগাদ বনদপ্তর সূত্রে জানা যায় বাগমুন্ডি রেঞ্জের অন্তর্গত বুরদা বিটের করেং এলাকায় বিশালিকৃতির গোখরো সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ভিড় জমতে থাকে। তৎক্ষণাৎ খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বন কর্মীরা দীর্ঘ সময় তাদের প্রচেষ্টার পর সাপটিকে সেখান থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।