পূর্বস্থলী ২: বটডাঙ্গায় গৃহবধুর রহস্য মৃত্যু! "মেয়েকে পিটিয়ে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন" দাবি- মৃতার মায়ের, আটক স্বামী
বিয়ের পর থেকেই স্ত্রীর উপর নানান ভাবে অত্যাচার, মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ, ঠিক মতন স্ত্রীকে না খেতে দেওয়ার অভিযোগ। আর তার প্রতিবাদ করলেই জুটতো মারধোর। আর গতকালও এমন মারধোরে জেরে মৃত্যু হয়েছে মেয়ের। পিটিয়ে খুন করা হয়েছে মেয়েকে, শনিবার পূর্বস্থলী থানা এসে এমনই অভিযোগ তুললেন মৃত নাজমা বিবির মা। জানা গিয়েছে পিলা পঞ্চায়েতের বরডাঙ্গা এলাকায় যুবক হাসান মন্ডলের সাথে গত ৯ বছর আগে বিয়ে হয় ওই এলাকারই নাজমা বিবির (24)।