শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলি শ্রীরামপুর অঞ্চলে প্রাচীন শ্মশান কালিমার পূজায় লক্ষাদিক দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাগম
হুগলি শ্রীরামপুর অঞ্চলে প্রাচীন শ্মশান কালিমার পূজায় লক্ষাদিক দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাগম। পার্শ্ববর্তী এলাকা থেকেই শুধুমাত্র নয়, জাগ্রত এই মায়ের মন্দিরে দূরদূরান্ত থেকে বহু মানুষরা দর্শন করতে আসেন। মঙ্গলবার শ্মশান কালিমা মন্দির চত্বরে বৃদ্ধাশ্রম তৈরীর কথা জানালেন অছি পরিষদের সভাপতি আলোক রঞ্জন ব্যানার্জি।