ঝালদা ১: বীরগ্রামে শুভ ষষ্ঠীতে তৃণমূলের মাইনরিটি সেলের প্রশংসনীয় উদ্যোগ
শুভ ষষ্ঠীতে তৃণমূলের মাইনরিটি সেলের প্রশংসনীয় উদ্যোগ এদিন দুঃস্থদের মুখে হাসি ফোটাতে শাড়ী বিতরণ করল বাঘমুন্ডি ব্লক তৃণমূল মাইনোরিটি সেল। রবিবার দুপুর ২ টা নাগাদ ব্লকের বীরগ্রাম গ্রামের দুঃস্থ মহিলা ও বৃদ্ধাদের নতুন শাড়ী উপহার দিয়ে পূজোতে আনন্দে থাকার বার্তা দিলেন বাঘমুন্ডি ব্লক তৃণমূলের মাইনোরিটি সেলের সভাপতি জাকির আনসারী। বিরগ্রাম উপরপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৮০ টি শাড়ী বিতরণ করা হয়েছে বলে জানা যায়। পুজোতে নতুন