জলপাইগুড়ি: দুর্যোগে সবজির বাজারে আগুন, জলপাইগুড়িতে সেঞ্চুরি পার
দুর্যোগে সবজির বাজারে আগুন, জলপাইগুড়িতে সেঞ্চুরি পার অবিরাম বৃষ্টি ও বন্যা পরিস্থিতির জেরে জলপাইগুড়ি জেলার বাজারে সবজির দাম আকাশছোঁয়া। আলু-পেঁয়াজ বাদে প্রায় সব ধরনের সবজিতেই সেঞ্চুরি হাকিয়েছে। রবিবার দুপুরে শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লাউ, করলা, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, টমেটো, পুঁইশাকসহ নানা নিত্যপ্রয়োজনীয় সবজির দাম প্রতি কেজিতে ১০০ টাকা ছাড়িয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্যোগে বহু এলাকায় চাষের জমি জলের তলায়। ফলে সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে