ময়না: "তোমরা যতই কর ষড়যন্ত্র বাংলায় জিতবে গণতন্ত্র" বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের আক্রমণ সম্পর্কে চন্ডিপুরে বললেন বিধায়ক
বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ ও কেন্দ্রীয় বঞ্চনা এবং এস আই আর এর প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো রাখতে চন্ডিপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় |এই মিছিলে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক রামনগরের বিধায়ক অখিল গিরি চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা |চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী বলেন তোমরা যতই করো ষড়যন্ত্র বাংলায় জিতবে গণতন্ত্র |