আলিপুরদুয়ার ২: শামুকতলা থানা এলাকায় বনদপ্তরের আধিকারিকদের বদলি নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে এলাকায়
বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনদপ্তরের বেশ কিছু আধিকারিক কে বদলি করা হয়েছে এমনটাই জানা গেছে শুক্রবার রাত ন'টা নাগাদ। বক্সা ব্যাঘ্র প্রকল্পের দুজন রেঞ্জ অফিসার এবং তিনজন বিট অফিসার কে বদলি করা হয়েছে। গত কয়েকদিন আগে নর্থ রায়ডাক রেঞ্জ থেকে কাঠ পাচারের অভিযোগ উঠেছিল বন কর্মীদের দিকে। অভিযোগ উঠার পরেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল আর তদন্ত শেষ হতেই নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জার শ্যামল মন্ডলকে স্থানান্তরিত করা হলো।