কাটোয়া ২: বুধবার থেকে শুরু হলো কয়েক শতাব্দী প্রাচীন দাঁইহাটের রাসযাত্রা, শবশিব মাতার পুজো দিতে হাজির বিধায়ক
বুধবার থেকে শুরু হলো কয়েক শতাব্দী প্রাচীন দাঁইহাট এর রাস যাত্রা। প্রাচীন পুজো গুলির মধ্যে অন্যতম মা শবশিব মাতার পুজো, বুধবার সেখানে পুজো দিতে হাজির হন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও মা বড় কালী, উগ্রচণ্ডী, গণপতি, মহাপ্রভু, শেরাবালি সহ বিভিন্ন দেবদেবীর পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ হাজির হন। দাঁইহাটের মূল মধ্যমনী দেবী শবশিব মাতার পুজো দিতে বুধবার সকাল থেকেই ব্যাপক ভক্ত।