রানিবাঁধ: "স্থানীয় শিল্পীদের সুযোগ দিয়েই সৌন্দর্যায়ন করা হচ্ছে" বললেন মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন তথা রাজ্যের মন্ত
বাঁকুড়ার রানি মুকুটমণিপুর পর্যটনকেন্দ্রে কংসাবতী জলাধারের পাড়ের রাস্তা রঙিন আলপনা ও পথচিত্রে সাজিয়ে তোলা হচ্ছে। এ বিষয়ে আজ আনুমানিক বিকেল চারটা নাগাদ প্রতিক্রিয়া জানান রাজ্যের মন্ত্রী তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন জ্যোৎস্না মান্ডি। তিনি বলেন, "শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রতি বছরই মুকুটমণিপুরকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এবছরও স্থানীয় শিল্পীদের দিয়ে পথচিত্রের মাধ্যমে রাস্তাগুলোর সৌন্দর্যায়ন করা হচ্ছে।"