ইংরেজবাজার: করকচ এলাকায় বিষ খেয়ে আত্মহত্যা করল এক যুবক
বিষ খেয়ে আত্মহত্যা করল এক যুবক। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত যুবকের নাম দীপা রাজবংশী। বাড়ি মালদার করকচ এলাকায়।