হলদিবাড়ি: ট্রাকের কেবিনে লুকিয়ে পাচার চক্রের ছক! চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি ট্রাক চালক
ভারতে পণ্য খালি করে দেশে ফেরার সময় এক বাংলাদেশি ট্রাকে তল্লাশি চালায় বিএসএফ। সেই বাংলাদেশী ট্রাক থেকে বিপুল পরিমান মোবাইল ডিসপ্লে উদ্ধার হয়। বিএসএফ জানান, আটক চালকের নাম মোহঃ মমিনুর রহমান। বাড়ি বাংলাদেশের পাটগ্রামে৷ প্রতিদিনের মতো বুধবার স্থলবন্দর দিয়ে প্রবেশ এবং বহির্গামী ট্রাক গুলোর নিরাপত্তা তাল্লাশিতে ট্রাকের কেবিন থেকে এক হাজারেরও বেশি মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮লক্ষাধিক টাকা।