ধৃতের নাম জামিল মণ্ডল। আউশগ্রাম থানার বননবগ্রামে তার বাড়ি। সোমবার সকালে সে থানায় এসে আত্মসমর্পণ করে। ঘটনার দিন সে ট্রাকটি চালাচ্ছিল বলে স্বীকার করে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বালি বোঝাই ট্রাকটি মোরবাঁধ-ভেদিয়া রোড ধরে আসছিল। রামনগর-মল্লিকপুর ক্যানেল ব্রিজের কাছে ট্রাকটিকে আটকায় পুলিশ। চালক পালিয়ে যেতে সক্ষম হয়।