ধূপগুড়ি: গুরুংখাস বস্তিতে একটি আইসিডিএস সেন্টার সহ মোট ৩৫টি বাড়ি জলমগ্ন, বিপাকে বাসিন্দারা
রবিবার সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার গুরুং্খাস বস্তিতে গাঠিয়া নদীর জল ঢুকে গিয়ে একটি আইসিডিএস সেন্টার সহ মোট ৩৫টি ডুবে গিয়েছে। এঘটনায় বিপাকে পড়ে গেল ঐ এলাকার বাসিন্দারা। এদিন বিকেল চারটা পর্যন্ত একই পরিস্থিতি ছিল বলে জানা গিয়েছে । এখনো পর্যন্ত প্রশাসন সেখানে পৌছাতে পারেনি বলে জানিয়েছেন এলাকারই এক বাসিন্দা দিপক ছেত্রি। সেখানে বাড়িঘর গাড়ি সমস্ত কিছু ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে।