পটাশপুর ২: এশিয়া স্পেসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নসে ব্রোঞ্জ জয়লাভ করে দেশের মুখ উজ্জ্বল করলো ষড়রং গ্রামের মেয়ে রিয়া
মালের সাথে অনুষ্ঠিত এশিয়া স্পেসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতের তাক লাগালো এগরার ষড়রং গ্রামের মেয়ে রিয়া মাইতি |এক বছর যোগাসন ট্রেনিং নিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন |গ্রামবাংলায় এমন অনেক প্রতিভা লুকিয়ে আছে যারা সুযোগ পেলেই সবাইকে টেক্কা দিয়ে দেশের মত উজ্জ্বল করতে পারে |কিন্তু আর্থিক অনটনের কারণে তার সম্ভব হয় না | সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা রিয়ার পাশে দাঁড়ালে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বলকরতে পারবে রিয়া |