কৃষ্ণগঞ্জ: কৃষ্ণগঞ্জের নব পত্রিকা বারোয়ারী সাড়ম্বরে বোধনের পর সপ্তমী পুজো সমাপন করলো
কৃষ্ণগঞ্জের নব পত্রিকা বারোয়ারী সাড়ম্বরে বোধনের পর সপ্তমী পুজো সমাপন করলো, আজ মহাসপ্তমী আর আজকের দিনে বোধন সেরে সাড়ম্বরে সপ্তমী পূজোর সমাপন করলো কৃষ্ণগঞ্জের নব পত্রিকা বারোয়ারী, নদী পুকুর ও মণ্ডপে ১০ রকম গাছ, ১০ রকম জল ও তেল দিয়ে এই পূজো করা হয় বলে জানা যায়, শাস্ত্র মেনে পুজোর শেষে গণেশ পাশে রাখা হয় আর আজ সকাল ১০ টা নাগাদ পূজা মন্ডপ থেকে এই বিষয়ে এই পুজোর এক কর্মকর্তা ও পুরোহিত আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপনাদের।