খানাকুল ১: ভাইফোঁটায় দেওয়া হল বোনফোঁটা,উপহার হসাবে দেওয়া হলো ত্রিশুল,আরামবাগে কাউন্সিলরের অভিনব উদ্যোগ
ভাইফোঁটায় দেওয়া হল বোনফোঁটা,উপহার হসাবে দেওয়া হলো ত্রিশুল।ভাইফোঁটার দিন এই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল আরামবাগ পৌরসভার 19নং ওয়ার্ডের কাউন্সিলরকে।এদিন তিনি নিজের ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বোনেদের ফোঁটা দেন গেরুয়া সিঁদুর দিয়ে।ফোঁটা দেওয়ার পর তাঁদের হাতে মিষ্টি ও উপহার তুলে দেন তিনি।উপহারের মধ্যে ছিলো অন্যতম ত্রিশুল।যা পেয়ে বোনেরা খুশি হয়েছেন।তাঁদের দাবি,বর্তমান সময়ে দাঁড়িয়ে এই উপহার খুবই উপযোগী।