কালীগঞ্জ: তামান্না খুনের সকল অভিযুক্তদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিতে দেবগ্রাম ফাঁড়ির সামনে AIKS-এর অবস্থান বিক্ষোভ
Kaliganj, Nadia | Sep 15, 2025 কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে গত জুন মাসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের ছোড়া বোমে নিহত হয় ন'বছরের তামান্না খাতুন, এই ঘটনায় মোট ২৪ জনের নামে অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে এবং চার্জশিট জমা দিয়েছে। ১৪ জন অভিযুক্ত এখনো অধরা। সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার কালীগঞ্জের দেবগ্রামে সিপিএমের কৃষক সংগঠন AIKS এর পক্ষ থেকে দেবগ্রাম পুলিশ ফাঁড়ি অভিযান এবং অবস্থান, অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হলো।