রামনগর ১: দিল্লির লালকেল্লা জোরালো বিস্ফোরণের জেরে কলকাতায় হাইঅ্যালার্টজারি,পাঁশকুড়া রেল স্টেশনসহ একাধিক জায়গায় GRPS র নজরদারি
দিল্লির লালকেল্লা জোরালো বিস্ফোরণের দিল্লী মুম্বাই কলকাতায় হাইয়ালার জারি করা হয়েছে প্রত্যেকটি থানাতে টহলদারি বাড়াতে বলা হয়েছে সাথে সাথে নাকা চেকিং করতে বলা হয়েছে যার জেরে দক্ষিণ-পূর্ব রেলের পাসকুড়া স্টেশন চত্বরে ডাস্টবিন বাথরুম ওভারব্রিজ কলাঘাটরেল ব্রিজ সহ সব জায়গাতেই জিআরপিএস এর ভারপ্রাপ্ত আধিকারিক জিয়াউল হকের নেতৃত্বে তল্লাশি অভিযান ও নাকা চেকিং করা হয়।