বিষ্ণুপুর ২: বাখরাহাট প্যারিস ক্লাবের পক্ষ থেকে মহা অষ্টমী লগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন নবকুমার বেতাল
বিষ্ণুপুর দু'নম্বর ব্লকের অন্তর্গত বাখরাহাট প্যারিস ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে অষ্টমীর মহা সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে উপস্থিত হন বিষ্ণুপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল।