হবিবপুর: বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ের বুড়িমা কালীর অমাবস্যা উপলক্ষে পুজোর দ্বিতীয় দিনে সন্ধ্যা বেলা বিশেষ আরতী পর্ব আয়োজন
অমাবস্যা তিথি উপলক্ষে বুধবার বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ের স্থায়ী মন্দির প্রাঙ্গণে মহাধুমধামে অনুষ্ঠিত হলো বুড়িমা কালীপুজো। এ বছর পিতলের নবনির্মিত মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আয়োজনটি আরও বিশেষ হয়ে ওঠে। সকাল থেকেই ভক্তদের ঢল নামতে থাকে মন্দির চত্বরে। বৃহস্পতিবার সন্ধ্যা বেলা মায়ের বিশেষ আরতী পর্ব শুরু হয়। চলবে তিন দিন ধরে দ্বিতীয়দিনে চলে আরতী পর্ব মহা ধুমধামে।