শ্রীরামপুর-উত্তরপাড়া: কালী পূজার রাতে হুগলির শেওড়াফুলির জাগ্রত নিস্তারিণী মায়ের মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম
সোমবার হুগলির শেওড়াফুলিতে জাগ্রত নিস্তারিণী মায়ের মন্দিরে কালী পূজার দিন হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। জাগ্রত এই নিস্তারিণী মায়ের মন্দিরে শুধুমাত্র পার্শ্ববর্তী এলাকা থেকে নয় দূর দূরান্ত থেকে বহু মানুষরা মায়ের কাছে পূজা দিতে আসেন।