আরামবাগ: বাস বন্ধের জেরে দ্বিতীয় দিনেও যাত্রী হয়রানি আরামবাগে,দ্বিগুন ভাড়া দিয়ে টোটো অটোতে যাতায়ার করতে গিয়ে নাজেহাল যাত্রীরা
আরামবাগ জুড়ে বাস বন্ধের জেরে দ্বিতীয় দিনেও ধরা পড়লো যাত্রী হয়রানির ছবি।উল্লেখ্য,একাংশ ভেঙে পরের ফলে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ করে প্রশাসন।ফলে বাস মালিকদের আর্থিক ক্ষতি সম্মুখীন হতে হচ্ছিলো।বহুবার প্রশাসনকে আবেদন করেও সমাধান না মেলায় বুধবার থেকে তারা বন্ধ করে বাস।আজও যাত্রীদের সমস্যায় পড়তে দেখা যায়।গন্তব্যে পৌঁছাতে তাঁদের ভরসা করতে হচ্ছে টোটো অটোর উপর।তার জন্য ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুন।২০ টাকার ভাড়া ১০০ টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।