পটাশপুর ২: পায়রাচালী ফায়ার স্টেশনের সামনে ছোট চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত 3
পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক রাজ্য সড়কের পায়রাচালী এলাকায় ফায়ার স্টেশনের সামনে একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে বাইকে থাকার তিনজন ছিটকে গিয়ে রাস্তার মধ্যে পড়ে যায় দমকল বিভাগের পুলিশ এসে তিনজনকে আশঙ্কা অবস্থায় উদ্ধার করে তমলুক হসপিটালে নিয়ে যায়। যদিও আহতদের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি |