কোচবিহার ১: কোচবিহারের আতশবাজি মেলা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য আতশবাজি কমিটির চেয়ারম্যান
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাস মেলার মাঠে অনুষ্ঠিত আতশবাজি মেলার নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন এই মেলায় উপস্থিত ছিলেন রাজ্য আতশবাজ ি কমিটির চেয়ারম্যান বাবলা রায়। গোটা রাজ্যজুড়ে । এবছর উত্তরবঙ্গ জুড়ে টোটাল ৬৫ টি আতশবাজি মেলা হয়েছে। এবং গোটা রাজ্যজুড়ে ২৬৩ টি আতশবাজি মেলা হয়েছে বলেও জানান তিনি। ছটি মেলা প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্ধ করা হয়েছে যা দার্জিলিং এর ওপর আয়োজিত হওয়ার কথা ছিল।