ময়নাগুড়ি: শুক্রবার সাতসকালে ঘর থেকে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার,পশ্চিম সাপটিবাড়ি যোদ্ধারটারী এলাকায়
শুক্রবার সাতসকালে ঘর থেকে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাপটিবাড়ি যোদ্ধারটারী এলাকায়। বছর ৬৫ র কল্পনা রায় নিজের সোবার ঘরে , গলায় গামছা পেঁচিয়ে আত্মঘাতী হন। পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে না ওঠায় কল্পনা রায়ের ছোট বৌমা ডাকাডাকি শুরু করে কিন্তু কোন উত্তর পাওয়া নাগেলে শেষে জানলা দিয়ে দেখতে পায় তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ঘটনা দেখতে পেয়ে তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন।