মেদিনীপুর: সারাদিন গুমোট গরমের পর সন্ধ্যা থেকে শুরু হল বৃষ্টি মেদিনীপুরে
রবিবার সারাদিন গুমোট গরম পরিস্থিতি ছিল। সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হল মেদিনীপুর শহরসহ জেলার বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেইমতো বৃষ্টি শুরু হয়ে যায় জেলার বিভিন্ন প্রান্তে। তবে বজ্রবিদ্যুতের খবর তেমন পাওয়া যায়নি। আগামী কয়েক দিন প্রতিকূল আবহাওয়া তথা বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।