সাগরদিঘি: গোপালপুর বুথে SDPI-এর উদ্যোগে SIR ফর্ম ফিলআপ কর্মসূচি
বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ SDPI (Social Democratic Party of India)-এর পক্ষ থেকে সাগরদীঘি ব্লকের বালিয়া অঞ্চলের গোপালপুর বুথে SIR ফর্ম ফিলআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদীঘি বিধানসভা সভাপতি রুহুল আমিন, ব্লকের অন্যতম সদস্য সাইফুল রহমান, এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সক্রিয় কর্মীরা।