তৃণমূল কংগ্রেসের আই প্যাক দপ্তরে ইডি হানার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পথে নামলো তৃণমূল কংগ্রেস। এদিন সমগ্র জেলার পাশাপাশি বীরভূমের নানুরেও হয়ে গেল এই প্রতিবাদ মিছিল। মিছিলটি সংশ্লিষ্ট এলাকার বাজার পরিক্রমার মধ্য দিয়ে চৌরাস্তা মোড়ে পথসভার মাধ্যমে শেষ করা হয়। উপস্থিত ছিলেন- নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ।