চুঁচুড়া-মগরা: ব্যান্ডেল নিউ কোদালিয়া এলাকায় হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন বিধায়ক
হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন বিধায়ক। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ কোদালিয়া এলাকার ১২৪ নম্বর বুথের বাসিন্দারা চুঁচুড়ার বিধায়কের কাছে এলাকায় হাইমাস্ট লাইট লাগানোর জন্য আবেদন জানিয়েছিলেন। আবেদন পেয়ে বিধায়ক এলাকায় হাইমাস্ট লাইট বসান। এদিন সন্ধ্যায় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে সেই লাইটের উদ্বোধন করেন তিনি।